আবার ভূমিকম্প!

বাংলাদেশ সময় বুধবার রাত ১২টা ৪৯ মিনিটে আবার ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর আগে মঙ্গলবার বেলা ৩টা ৯ মিনিটে রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প হয়।
ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক এলাকার ৩৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। ভূ-পৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৯৩.২ কিলোমিটার।

এর আগে মঙ্গলবার মঙ্গলবার (৩ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ৩টা ৯ মিনিট ২ সেকেন্ডে এ ভূমিকম্পটি আঘাত আনে। প্রায় ১০ থেকে ১২ সেকেন্ড কম্পন অনুভূত হয়।

এ সময় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। রাজধানীতে ভয়ে অনেককে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।
আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা বলেন, ‘ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ১৭৬ কিলোমিটার পূর্বে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায়।’

রিখটার স্কেলে এ শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ এবং মাটির ৩০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প সংগঠিত হয়েছে বলেও জানান সুমন সাহা।

অপরদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ভারতের আম্বাসা শহরের ১৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে মাটির ৩৬ কিলোমিটার গভীরে।