আবাসিকে নতুন গ্যাস সংযোগ দেয়া হবে না – বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নতুন করে আসাবিকখাতে আর গ্যাস সংযোগ দেয়া হবে না। এলপিজি’র দাম কমিয়ে আবাসিকখাতের চাগিদা মেটানো হবে।
শুক্রবার রাজধানির বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিদ্যুৎ সপ্তাহে গ্রাহকদের সচেতনতা বাড়াতে স্কাউটদের অংশ নেয়া বিষয়ে এই অনুষ্ঠান হয়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সচেতনভাবে গ্যাস ব্যবহার করতে হবে। শিল্পে গ্যাস ব্যবহার করলে এর উপযোগ বেশি পাওয়া যাবে। আর আবাসিকে পাইপ লাইনে গ্যাস না দিয়ে সিলিন্ডার গ্যাস দেয়া হবে। গ্রাহক যাতে কম দামে সিলিন্ডার গ্যাস পেতে পারে সে ব্যবস্থা করা হবে। আবাসিকখাতের গ্যাস শিল্পে দিতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়নের যে গতি আছে তা আরও তরান্বিত হবে। পর্যায়ক্রমে গাড়িতে ব্যবহার করা সিএনজি-ও শিল্পে দেয়া হবে। অনুৎপাদনশীল খাত থেকে নিয়ে উৎপাদনশীল খাতে গ্যাসের ব্যবহার করা হবে।
বর্তমানে মোট গ্যাসের ১০ ভাগ আবাসিকখাতে ও ছয় ভাগ সিএনজিতে ব্যবহার হয়।