আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন করেছে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদ। গ্যাস সংযোগ চালু না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
জাতীয় প্রেসক্লাবের সামনে (১৮ই নভেম্বর) মানববন্ধন করা হয়।
মানববন্ধনে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল হাশেম পাটোয়ারী বলেন, দীর্ঘদিন আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ আছে। তবে অবৈধ সংযাগ দেয়া বন্ধ নেই। তিতাসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সহায়তায় অবৈধ সংযোগ দেয়া হচ্ছে।
সংগঠনের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম বলেন, গ্রাহক এবং এই খাতের মানুষের কল্যাণে আবাসিকে গ্যাস সংযোগ চালু করা জরুরি। এই নিয়ে নানান সমস্যা হচ্ছে।
মানববন্ধনে তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতি, চট্টগ্রাম গ্যাস, পানি ও বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ এবং বাখরাবাদ গ্যাস ঠিকাদার মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।