আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ: ভিত্তিপ্রস্তর করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে ৪২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে দেশের প্রথম ইনসিনারেশন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে ২০ জুলাই।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কেন্দ্রর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
বৃহস্পতিবার সচিবালয়ে এবিষয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ২০২৫ সালে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। এতে তিনশত মিলিয়ন ডলার বিনিয়োগ হবে।
মন্ত্রী বলেন, এমন ব্যবস্থা নেয়া হয়েছে যাতে পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন থাকে।
বিদ্যুৎ পরিস্থিতি ভবিষ্যতে আরও উন্নত হবে বলে সভা শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত সাংবাদিকদের জানান। তিনি বলেন, কিছু দিন সমস্যা হয়েছিল। সেটা সামাল দিয়ে উঠেছি।

এই বিদ্যুতের দাম প্রায় ২১ টাকার উপরে পড়বে। সরকার এখানে একটা ভর্তুকি দেবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম, বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে ২০২১ সালে চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের চুক্তি হয়। ওই চুক্তির আওতায় চীনা ওই কোম্পানিকে আমিন বাজারে ৩০ একর জমি দেওয়া হবে।

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে ২০২১ সালে চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশনের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের চুক্তি হয়। ওই চুক্তির আওতায় চীনা ওই কোম্পানিকে আমিন বাজারে ৩০ একর জমি দেওয়া হবে।  প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য ব্যবহার হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, চীনের কোম্পানির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, প্রতিদিন তাদের তিন হাজার টন বর্জ্য সরবরাহ করা হবে। সিটি করপোরেশন এই পরিমাণ বর্জ্য সরবরাহ করতে না পারলে প্রতিদিন তিন হাজার ডলার জরিমানা দিতে হবে। একইভাবে চীনের কোম্পানি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে তারাও তিন হাজার ডলার জরিমানা দেবে।