আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আবার আগুন

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে আবার আগুন লেগেছে। দশ দিনের ব্যবধানে দুইবার সমস্যা তৈরী হল এখানে। শুক্রবার বিকাল তিনটায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর সুইচ ইয়ার্ডের সাবস্টেশনের ট্রান্সফরমারে বিস্ফোরন হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এরআগে গত ৯ই মার্চ এই বিদ্যুৎ কেন্দ্রর কারণে জাতীয় গ্রীড বিকল হয়ে যায়।
শুক্রবারে আগুন লাগার কারণে বিদ্যুৎ কেন্দ্রের সচল ৬ টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিট ও বেসরকারি ৪টি মধ্যে ২টিসহ মোট ৭টি ইউনিট একযোগে বন্ধ হয়ে যায়। ফলে জাতীয় গ্রীডে ৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়। আর এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমে আসে মাত্র ১৫০ মেগাওয়াটে। খবর পেয়ে বিদ্যুৎ কেন্দ্রের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা  চেষ্টা চালিয়ে বিকাল ৪টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩টায় হঠাৎ করেই বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনের ১৩২/২৩০ কেভি ট্রান্সফরমারে আগুন লাগে। এতে বিদ্যুৎ কেন্দ্রের সচল ৬টি ইউনিটের মধ্যে বৃহৎ ২টিসহ ৫টি ইউনিট, ৮০ মেগাওয়াট ক্ষমতার এগ্রিকো পাওয়ার প্লান্ট ও ৫৩ মেগাওয়াট ক্ষমতার ইউনাইটেড পাওয়ার প্লান্ট বন্ধ হয়ে যায়। দূর্ঘটনার আগে বিদ্যুৎ কেন্দ্রের সচল ৬টি ইউনিটে ৬০০ মেগাওয়াট ও বেসরকারি ২টি ইউনিটে ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। ঘটনার ২ ঘন্টা পর বিকাল ৫টায় প্রথমে ৮০ মেগাওয়াট ক্ষমতার এগ্রিকো এবং ৫৩ মেগাওয়াট ক্ষমতার ইউনাইটেড এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ১৫০ মেগাওয়াট ক্ষমতার  ইউনিট-৩ এবং ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিট আবার উৎপাদনে ফিরে আসে। তবে এখনো বন্ধ রয়েছে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব আরও ৩টি ইউনট।
বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা বন্ধ ইউনিটগুলো চালু করার চেষ্টা করছেন।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে।
এ ব্যাপারে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম জানান, আগুন নিয়ন্ত্রনে এসেছে। বন্ধ হওয়া ৫টি ইউনিটের মধ্যে ২টি চালু করা হয়েছে। বাকী ইউনিটগুলো চালু করার চেষ্টা চলছে। বর্তমানে সচল ৬টি ইউনিটের মধ্যে চালু ৩টি ইউনিটে সাড়ে ৩শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।