ইউনাইটেড পাওয়ারের পর্ষদ সভা ১৯ সেপ্টেম্বর

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা হবে আগামী ১৯ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে বলা হয়, সভা শুরু হবে বিকাল সাড়ে ৪টায়।

সভায় পর্যালোচনা করা হবে কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, যা থেকে কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

একই সভায় ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির গত ১৮ মাসের আর্থিক প্রতিবেদনও সমন্বয় করা হবে।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৫ সালে।