ইসলামাবাদে রাত ৮টার মধ্যেই সব দোকান বন্ধের সিদ্ধান্ত
চরম বিদ্যুৎ সঙ্কটের মুখে দাঁড়িয়ে রাত আটটার মধ্যে ইসলামাবাদের সব দোকানপাটের ঝাঁপ ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো পাকিস্তানে। এভাবে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুত বাঁচানো যাবে বলে মনে করছে পাক সরকার।
পাশাপাশি ইসলামাবাদের মডেল সামনে রেখে দেশের অন্যত্রও বিদ্যুৎ বাঁচানোর অভিযান চালানো হবে।পাঞ্জাব প্রদেশেও কার্যকর হচ্ছে সন্ধ্যা থাকতে থাকতেই দোকানপাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি।
নতুন সিদ্ধান্ত অনুসারে বিয়েবাড়ি বন্ধ করে দিতে হবে রাত দশটার আগে।রেস্তোরাঁর দরজা বন্ধ করে দিতে হবে রাত ১১টার মধ্যে।
নওয়াজ শরিফের সভাপতিত্বে বিদ্যুৎবিষয়ক ক্যাবিনেট কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ‘ডন’ সংবাদপত্রের খবর।বৈঠকটি ডাকা হয়েছিল একাধিক বিদ্যুৎ প্রকল্পে কতদূর অগ্রগতি হলো, তা খতিয়ে দেখার জন্য।
বিদ্যুৎ মন্ত্রণালয়ের রিপোর্টে প্রকাশ, পাকিস্তানে বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার মেগাওয়াট।কিন্তু উৎপাদনের পরিমাণ কমে দাঁড়িয়েছে মাত্র ৭ হাজার মেগাওয়াটে।