ঈদের দিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে

ঈদের দিন দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বড় রকমের কোনো দুর্যোগপুর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে আবহাওয়া অফিস জানায়, রাজশাহীসহ উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকুলীয় অঞ্চলে বাতাসসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের মহাপরিচালক শাহ আলম বলেন, বর্ষার সময় মৌসুমী বায়ুর প্রভাবে যেকোনো সময় বৃষ্টি হতে পারে। তবে ঈদের দিন উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্য অঞ্চলগুলোতে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তিনি জানান, রাজশাহী, দিনাজপুর, বগুড়াসহ উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সাধারণত দেশে ঈদ জামায়াতগুলো খোলা মাঠে হয়। বৃষ্টি হলে সামিয়ানা টানিয়ে ঈদের নামাজ হয় অথবা মসজিদগুলোতেই নামাজ আদায় করেন মুসল্লিরা।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে।
গতকাল শনিবারের পুর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে দুই একটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। দেশের উত্তর, উত্তর-মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলে জুলাই মাসের শেষার্ধে বন্যার আশংকা আছে।