উন্নয়ন বাজেট: বিদ্যুৎ-জ্বালানিতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ২০২২-২৩ অর্থবছরের উন্নয়ন বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৩৯ হাজার ৪১২ কোটি টাকা। এরমধ্যে শুধু বিদ্যুৎ বিভাগে প্রায় ২৪ হাজার ১৩৯ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অর্ন্তভূক্ত প্রকল্পে এই টাকা খরচ করবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (এনইসি) সভায় এই অর্থ অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছরের ধারাবাহিকতায় আসন্ন নতুন অর্থবছরেও একক প্রকল্প হিসেবে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রে। এতে দেয়া হয়েছে প্রায় ১৩ হাজার ৩৯৬ কোটি টাকা। আর পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ মাতারবাড়ি ২৬০০ মেগাওয়াট আন্ট্রাসুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রে প্রায় ৬ হাজার ৫৫৪ কোটি টাকা। এছাড়া নবম সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে ডিপিডিসির অধীনে ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত করার জন্য প্রায় ৩ হাজার ৫৯ কোটি টাকা।
আগামী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে চলতি বছরের চেয়ে ১৭ শতাংশ বাড়িয়ে প্রায় দুই লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই টাকা আসবে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৯ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৯৩ হাজার কোটি টাকা। এছাড়া স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৯ হাজার ৯৩৭ কোটি ১৮ লাখ টাকা। সবমিলে এডিপিতে বরাদ্দ দেয়া হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা। এই টাকায় এক হাজার ৪৩৫টি প্রকল্প বাস্তবায়ন হবে।
খাতভিত্তিক বরাদ্দ:
২০২২-২৩ অর্থবছরের বাজেটে এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, ৭০ হাজার ৬৯৬ কোটি টাকা। যা মোট বাজেটের ২৮ দশমিক ৭৩ শতাংশ। তৃতীয় বরাদ্দ শিক্ষায়, ২৯ হাজার ৮১ কোটি টাকা। গৃহায়ণ ও কমিউনিটি খাতে ২৪ হাজার ৪৯৭ কোটি টাকা। স্বাস্থ্যখাতে ১৯ হাজার ২৭৮ কোটি টাকা; স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৬ হাজার ৪৬৫ কোটি টাকা; কৃষিতে প্রায় ১০ হাজার ১৪৪ কোটি টাকা; পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদে প্রায় ৯ হাজার ৮৫৯ কোটি টাকা; শিল্প ও অর্থনৈতিক সেবায় প্রায় ৫ হাজার ৪০৭ কোটি টাকা; এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে প্রায় ৪ হাজার ১৬৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই ১০টি খাতে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ২ লাখ ২৯ হাজার ৭ কোটি টাকা বা ৯৩ দশমিক ০৭ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানিয়েছেন, সার্বিকভাবে এডিপির অর্থায়নে বিদেশি সহায়তায় কোনো সমস্যা হবে না। আমরা সতর্ক কিন্তু শঙ্কিত নই।
পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, আগামী এডিপিতে প্রকল্পের সংখ্যা কমেছে। অহেতুক প্রকল্প রাখা হচ্ছে না। উন্নয়নের সঙ্গে সংগতি রেখেই এডিপিতে প্রকল্প নেওয়া হয়েছে।
একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন বসছে আগামী ৫ই জুন। অধিবেশনে আগামী ৯ই জুন বাজেট পেশ করা হবে।