উলন সাবস্টেশনে আবার বিপর্যয়
এক সপ্তাহের ব্যবধানে আবার রামপুরার উলন গ্রীড সাবস্টেশনে সমস্যার কারণে জাতীয় গ্রীডে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। এতে রাজধানির একাধিক অঞ্চলে টানা প্রায় আড়াই ঘন্টা বিদ্যুৎ ছিল না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকালে বিদ্যুতের উলন গ্রীড সাবস্টেশনের লাইটিং এ্যারেস্টার বিকল হয়ে গেলে এই বিভ্রাট হয়। পরে পিজিসিবি ও ডিপিডিসি প্রকৌশলীরা সমস্যার সমাধান করে। সন্ধ্যা সাতটা নাগাদ সমস্যা সমাধান করে নতুন করে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
উলন গ্রীড সাবস্টেশনে লাইটিং এ্যারেস্টার বিকল হওয়াতে রাজধানির ধানমন্ডি, কাকরাইল, আজিমপুর, কাওরান বাজার, পরিবাগ, পুরান ঢাকার বিভিন্ন স্থান, শ্যামলী, গাবতলী, সেগুনবাগিচা, শান্তিনগর, মালিবাগ, বেইলীরোড, সিদ্ধেশরী, বাসাবো, গ্রিন রোড, রাজাবাজার, মনিপুরি পাড়া, কাঁটাবন, রামপুরা, বনানীসহ বিভিন্ন স্থানে একটানা প্রায় আড়াই ঘন্টা বিদ্যুৎ ছিল না। এই কারণে রাজধানির অন্য এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাট অন্যদিনের চেয়ে বেশি হয়েছে। এতে দুর্ভোগে পড়ে মানুষ।
গত ২৮শে আগস্ট উলন সাবস্টেশনে ব্রেকারে ত্রুটির কারণে জাতীয় গ্রীডে বিপর্যয় হয়েছিল। সেদিনও রাজধানির অনেক স্থানে একটানা প্রায় সাত ঘন্টা বিদ্যুৎ ছিল না।