উৎপাদনে গেল পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

নবনির্মিত পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ পরিবহনে ব্যবহার করা হচ্ছে সম্প্রতি তৈরি হওয়া ৪০০ কেভি পায়রা-গোপালগঞ্জ সঞ্চালন লাইন।

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের (এনডব্লিউপিজিসিএল) সূত্র জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটি সফলভাবে চালু হয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনডব্লিউপিজিসিএল এবং চীনের সরকারি মালিকানাধীন চাইনা ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) নিয়ে গঠিত বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি (বিসিপিসিএল) এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। এতে প্রায় ২০০ কোটি ডলার খরচ হয়েছে।

প্রাথমিকভাবে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। পর্যায়ক্রমে ৬৬০ মেগাওয়াটে উন্নীত হবে।

এর আগে, নতুন কেন্দ্র থেকে বিদ্যুৎ পরিবহনের জন্য ৪০০ কেভি পায়রা-গোপালগঞ্জ সঞ্চালন লাইন চালু করা হয়।

আমদানি করা কয়লার মাধ্যমে পরিচালিত এটিই বাংলাদেশে প্রথম বিদ্যুৎকেন্দ্র। এ জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করা হচ্ছে।

কেন্দ্রের দ্বিতীয় ইউনিট আগামী জুনের মধ্যে উৎপাদনে যেতে পারবে বলে জানা গেছে।