একক মাসে রপ্তানিতে রেকর্ড, অক্টোবরের আয় ৪৭৩ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক:
একক মাস হিসেবে অক্টোবরে রেকর্ড পরিমাণ রপ্তানি আয় হয়েছে।
অক্টোবর মাসে ৪৭২ কোটি ৭০ লাখ ৫০ হাজার ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে। এক মাসে এত বেশি রপ্তানি আয় আর কখনও দেশে আসেনি। আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ৬০ শতাংশের বেশি।
সেপ্টেম্বরেও একক মাসে রেকর্ড পরিমাণ ৪১৬ কোটি ৫৪ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছিল, প্রবৃদ্ধি হয়েছিল ৩৮ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে প্রকাশিত রপ্তানি প্রতিবেদনে বলা হয়েছে, একক মাস হিসেবে সদ্য সমাপ্ত অক্টোবরে আগের বছরের একই সময়ের তুলনায় ৬০ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ২০২০ সালের অক্টোবরে আয় এসেছিল ২৯৪ কোটি ৭৮ লাখ ডলার।
চলতি অর্থবছরের প্রথম চার মাস শেষে রপ্তানি আয়ে ২২ দশমিক ৬২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই চার মাসে রপ্তানি হয়েছে এক হাজার ৫৭৪ কোটি ৯০ লাখ ডলার সমমূল্যের পণ্য যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ দশমিক ৩৩ শতাংশ এবং গত বছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৬২ শতাংশ বেশি।
চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয় আগের বছরের চেয়ে ১১ দশমিক ৩৭ শতাংশ কম ছিল।
পরে সেপ্টেম্বরের প্রবৃদ্ধিতে ভর করে তিন মাসের সার্বিক রপ্তানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৩৭ শতাংশ বাড়ে। আর অক্টোবরে সার্বিক প্রবৃদ্ধি ২০ শতাংশ ছাড়িয়ে যায়।
একক খাত হিসেবে এই চার মাসে পোশাক রপ্তানি করে আয় হয়েছে এক হাজার ২৬২ কোটি ১০ লাখ ডলার; এ খাতে প্রবৃদ্ধি ২০ শতাংশ। এর মধ্যে নিট খাতে রপ্তানি হয়েছে ৭২১ কোটি ডলার যাতে প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ২৭ শতাংশ। অক্টোবরে নিট খাত থেকে রপ্তানি হয়েছে ২০৪ কোটি ডলার, আগের বছরের একই মাসের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ৫৩ শতাংশ।
অর্থবছরের চার মাসে ওভেন খাত থেকে রপ্তানি হয়েছে ৫৪১ কোটি ডলার, প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬ শতাংশ। একক মাস হিসেবে অক্টোবরে ওভেন খাত থেকে রপ্তানি হয়েছে ১৫১ কোটি ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় ৫৪ শতাংশ বেশি।
খাতভিত্তিক রপ্তানির তথ্য বিশ্লেষণ দেখা যায়, তৈরি পোশাক খাত, হোম টেক্সটাইল এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে ৩৬ কোটি ডলারের, প্রবৃদ্ধি হয়েছে ২৯ শতাংশ। একক মাস হিসেবে অক্টোবরে এ খাত থেকে রপ্তানি হয়েছে ৯ কোটি ডলার।
অক্টোবরে ১২ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। গত চার মাসে ৩৩ কোটি ডলার সমমূল্যের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে।