এক টনের এক কুমড়া
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক খামারে এক টনের একটি কুমড়া পাওয়া গেছে, যা উত্তর আমেরিকার মধ্যে সর্বোচ্চ ওজনের। কুমড়াটি শিগগিরই নিউইয়র্কের একটি মেলায় প্রদর্শন করা হবে। খবর রয়টার্স।
সান ফ্রান্সিসকোর নাপা উপত্যকা কুমড়া চাষের জন্য বিখ্যাত। এখানেই রেকর্ড ওজনের কুমড়াটির সন্ধান মিলেছে। হাফ মুন বে পামকিন ফেস্টিভ্যালের জন্য এ অঞ্চল থেকে বড় আকারের কুমড়া সংগ্রহ করা হচ্ছে। উৎসবের মুখপাত্র টিম বিমান জানান, ২ হাজার ৫৮ পাউন্ডের (৯৩৩ কেজি) একটি কুমড়া পাওয়া গেছে। খামার মালিক হলেন জন হকলে। রেকর্ড ওজনের এ কুমড়ার জন্য তিনি পুরস্কার হিসেবে পাচ্ছেন ১৩ হাজার ৩৪৮ ডলার। অলাভজনক সংস্থা গ্রেট পামকিন কমনওয়েলথের প্রেসিডেন্ট ডেভিড স্টেল্টস জানান, উত্তর আমেরিকার বড় বড় কুমড়া নাপা উপত্যকার খামারে দেখা যায়। গত বছর এখানকার একটি কুমড়া রেকর্ড গড়ে। এ বছর সে রেকর্ড ভেঙে গেল। তিনি জানান, নিউইয়র্কের বোটানিক্যাল গার্ডেনে কুমড়াটি প্রদর্শন করা হবে। গ্রেট পামকিন কমনওয়েলথের ওয়েবসাইট সূত্রে জানা যায়, বিশ্বে সবচেয়ে বড় কুমড়া উৎপাদন হয়েছে সুইজারল্যান্ডে, যার ওজন ২ হাজার ১০০ পাউন্ড (৯৫২ কেজি)।