এডিপি পুরোটা বাস্তবায়ন হয়েছে: বিদ্যুৎ বিভাগের দাবি

সংশোধিত বাজেটের পুরোটা বাস্তবায়ন হয়েছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। শনিবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সভায় এই দাবি করা হয়।
সভায় বলা হয়, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিচালকদের অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। সকল সহযোগিতার পরও কাজ বাস্তাবায়নে অহেতুক  বেশি সময় কাম্য নয়। সভায় দপ্তর প্রধানদের প্রতিমাসেই প্রকল্প পরিচালকদের সাথে সমন্বয় সভা এবং তিনমাস অন্তর কাজের প্রতিবেদন মন্ত্রণালয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, পিডিবির চেয়ারম্যান মো. শামসুল হাসান মিয়া, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন ও পাওয়ার সেলের মহা পরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, কোন অযুহাতেই প্রকল্প নির্ধারিত সময়ের পরে বাস্তবায়ন করা যাবে না। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ি দ্রুত প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। প্রকল্প বাস্তবায়ন কমিটির নিবিঢ় পর্যবেক্ষন প্রয়োজন।
২০১৫-১৬ অর্থবছর বিদ্যুৎ খাতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১৫ হাজার ৪৭৬ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ ছিল। এর পুরোটাই খরচ করা হয়েছে বলে জানানো হয়।
গত অর্থবছর যেসব উন্নয়ন কাজ শেষ হয়েছে তা হল, ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড বিদ্যুৎ কেন্দ্র, ১০-শহর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, চট্টগ্রামের গ্রাম এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা, স্ক্যাডা সংস্কার, বাংলাদেশ সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্প, থানচি বিদ্যুতায়ন, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ বরিশাল বিভাগীয় কার্যক্রম-১, পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের জন্য সুইচিং স্টেশন নির্মাণ, ত্রিপুরা (ভারত)-কুমিল্লা (দ. উপকেন্দ্র) (বাংলাদেশ) গ্রীড আন্তঃসংযোগ, ২১ জেলা বিদ্যুৎ বিতরণ, ডিপিডিসি’র ১৩২/৩৩ কেভি এন্ড ৩৩/১১ কেভি উপকেন্দ্র এবং ডিপিডিসি’র সরবরাহ ব্যবস্থা উন্নত করা।
২০১৬-২০১৭ অর্থ বছরের বিদ্যুৎখাতের এডিপিতে ১৬ হাজার ৪০ কোটি নয় লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।