এনার্জিপ্যাকের এলপিজি শিগগিরই বাজারে আসছে
এনার্জিপ্যাক এর নতুন পণ্য জি-গ্যাস এলপিজি খুব শিগগিরই বাজারে আসছে ।
এজন্য ঢাকায় জি-গ্যাস ঢাকা জোনের ডিস্ট্রিবিউটরশিপের চুক্তি সই হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।
গত ২০ জুন ঢাকার এনার্জিপ্যাকের কর্পোরেট অফিসে ডিস্ট্রিবিউটরদের হাতে ডিস্ট্রিবিউশন শিপ সার্টিফিকেট তুলে দেন জি-গ্যাস এলপিজি এর মূল প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশীদ।
জি-গ্যাস এলপিজির জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আবু সাঈদ রাজা, হেড অব অপারেশনস নওয়ীদ রশীদ এবং সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।