এবার উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত জয় করলেন মুসা ইব্রাহীম
এবার উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট ডেনালি জয় করলেন বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম। বুধবার এ তথ্য জানা যায়।
মুসা ইব্রাহিম জানান, গত ২৩ জুন স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে তিনি পর্বত চূড়ায় উঠেছেন। ১৫ জুন বেস ক্যাম্প থেকে মাত্র ৯ দিনে মাউন্ট ডেনালি পর্বত জয় করেছি।
২০ হাজার ৩২২ ফুট উচ্চতার সেভেন সামিট অভিযান এ পর্বত আরোহীর ছিল পঞ্চম সাফল্য।
মুসা ইব্রাহীম বলেন, এই অভিযানটি আমাদের অনেক দিক থেকেই বৈশিষ্ট্যপূর্ণ ছিল। কারণ এটি ছিল মাউন্ট ডেনালিতে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী অভিযান’। এর অপর সদস্য সত্যরুপ সিদ্ধার্থ ভারত থেকে যোগ দিয়েছিলেন। আর এর সঙ্গে যুক্ত হয়েছিল সুস্মিতা মাস্কে’র সেভেন সামিট অভিযান। তাতে সদস্য ছিলেন ক্রিস্টোফার ম্যানিং এবং রায়ান ফ্রানকোয়েস। দুটো অভিযান একই সঙ্গে পরিচালনা করা হয়েছিল।
তিনি আরও বলেন, হিমালয় পর্বতমালায় যেমন গাইড বা শেরপাদের সহায়তায় বেশিরভাগ অভিযান পরিচালনা করা হয়, মাউন্ট ডেনালিতে তেমন কোনো সহয়াতা আমরা নেইনি। বরং নিজেদের পর্বতারোহণ সরঞ্জাম তো বটেই, রসদ, তাঁবু, টেকনিক্যাল গিয়ার–সবকিছু আমরা নিজেরাই বহন করেছি। আর আবহাওয়ার আনুকূল্যে মাত্র ৯ দিনে মাউন্ট ডেনালি জয় করেছি। কিন্তু এর পরই আমাদের তীব্র তুষার ঝড়ের মধ্যে পড়তে হয়েছে। তার মধ্যেই আমরা ১৭,২০০ ফুট উঁচু হাইক্যাম্প থেকে নামতে শুরু করেছি। ১৪,২০০ ফুট উঁচু ক্যাম্পে আমরা আটকা ছিলাম ৩ দিন। সেখানে তাঁবু ভেঙ্গে যাওয়ার মতো তীব্র তুষারঝড়,
অ্যাভেলান্স-এর ফলে বরফ তাঁবুর ওপর চলে আসা, গ্লেসিয়ারের ওপর দিয়ে চলার সময় বরফের ফাটলের মধ্যে পড়ে যাওয়ার তীব্র ভয়, তীব্র ঠাণ্ডা- সবকিছুকে পেছনে ফেলেই এই অভিযান শেষ করেছি আমরা। সূত্র: বাংলানিউজ