বাংলাদেশে কারিগরি সহায়তা অব্যাহত রাখতে চায় এবিবি

পৃথিবীর অগ্রগামী প্রকৌশল প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবিবি একটি অনন্য নাম । কল কারখানা এবং বিদ্যুৎ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য তারা পাওয়ার এবং অটোমেশন সংক্রান্ত বিশেষ সুবিধা সম্বলিত পন্য সরবরাহ করে যা একাধারে পরিবেশবান্ধব এবং সর্বোচ্চ কর্মদক্ষতাসম্পন্ন হবে।
গত ১৭ ও ১৮ই ফেব্রুয়ারী ঢাকায় এবিবি দুইটি সেমিনার আয়োজন করে। এতে প্রতিষ্ঠানটির দেশীয় প্রযুক্তিবিদ ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থান থেকে বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তরা একথা জানান।
ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, ভারত, অস্ট্রেলিয়া ও দুবাই থেকে বিশেষজ্ঞরা সেমিনারে অংশ নেন।
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিতরন ব্যবস্থা নিশ্চিত করতে এবিবি’র রয়েছে দীর্ঘস্থায়ী ও সর্বশেষ উদ্ভাবিত পন্য যা দ্বারা ভবিষ্যতেও সিস্টেম কে যুগের সাথে তাল মিলিয়ে চলতে সহায়তা করবে ।
দুইদিনের এই সেমিনারে প্রায় ২০০ জন বাংলাদেশি ভোক্তা ও স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন । তাদের মধ্যে রাষ্ট্রদূত , বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান , ব্যবস্থাপনা পরিচালক ও  মহাব্যবস্থাপক  ছাড়াও উপস্থিত ছিলেন উদীয়মান প্রকৌশলীরা যারা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে চাই।
সেমিনারে বর্তমানে প্রচলিত ব্যবস্থার তুলনায় পরিবেশবান্ধব সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ইন্সুলেশন টেকনোলজি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ বিতরন ব্যবস্থা অটোমেশনের নতুন কিছু উদ্ভাবন নিয়ে সেমিনারে আলোচনা হয়েছে। যেমন,  প্রযুক্তিতে অগ্রগামি প্রতিষ্ঠান থেকে খুচরা যন্ত্রাংশ নেয়ার গুরুত্ব যাদের রয়েছে অত্যাধুনিক উৎপাদন কৌশল যা মানুষের সীমাবদ্ধতা শূন্যের কোঠায় নামিয়ে এনেছে , নিরাপত্তার জন্য আর্ক প্রটেকশন ফিচারের গুরুত্ব যেন প্রাণঘাতি কোন দুর্ঘটনা বা অগ্নিকান্ড না ঘটে ।
সেমিনারে উপস্থিত ছিলেন এশিয়া , মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের পাওয়ার প্রোডাক্টস ডিভিশনের প্রধান নোমান আমাজাদ । তিনি অন্যতম প্রবৃদ্ধিশালী দেশ হিসেবে বাংলাদেশকে ধারাবাহিক কারিগরি সহায়তা দেবার অঙ্গীকার পুনরায় ব্যাক্ত করেন । তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশ এখন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিপ্লবের শিখরে অবস্থান করছে এবং এই ক্ষেত্রে পথপ্রদর্শক প্রযুক্তি নির্বাচন করার সঠিক পথেই আছে যা এই দেশ এ বৃহৎ বহুজাতিক প্রযুক্তির পদচিহ্ন রাখবে ।
এবিবি বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক রাজর্ষি ব্যানার্জি উপস্থিত অতিথিদের উৎসাহ এবং সহযোগীতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।