এলপিজি’র দাম বাড়ল
এলপিজি’র দাম বাড়ল। কেজিতে দাম ৫ টাকা ১৯ পয়সা বেড়েছে। ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ২৪০ টাকা হয়েছে। জানুয়ারি মাসে এটা ছিল ১ হাজার ১৭৮ টাকা।
যানবাহনে ব্যবহার করা অটোগ্যাস লিটার প্রতি ৫৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ফেব্রুয়ারি মাসের জন্য এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) গ্রাহক পর্যায়ে কেজিতে ৫ টাকা ১৯ পয়সা বাড়িয়ে নতুন মূল্য ১০৩ টাকা ৩৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল।
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।
সৌদি আরবের সাথে করার চুক্তি অনুযায়ী প্রতি মাসে এই দাম নির্ধারণ করা হয়। জানুয়ারি মাসে সৌদির সাথে করা আমদানি চুক্তি মূল্য (সিপি) প্রোপেন ৭৪০ ও বিউটেন ৭১০ ডলার। যা চলতি মাসে বেড়ে মেট্রিক টন ৭৭৫ ডলারে বিক্রি হচ্ছে।