এলপি গ্যাসের ব্যবহার বাড়াতে প্রণোদনা দেয়ার সুপারিশ

সাধারণ ভোক্তারা যাতে নিরাপদে এলপি গ্যাস ব্যবহার করতে পারে সে জন্য এলপির গ্যাস সরবরাহ কম্পানির পাশাপাশি সরকারের নজরদারি বাড়াতে হবে। কারণ কিছু অসাধু ব্যবসায়ী দেশের সেরা ব্রান্ডের এলপি গ্যাসের সিলিন্ডারে অবৈধ উপায় ক্রস ফিলিংয়ের মাধ্যমে এলপি গ্যাস ভরছে। এ ধরনের এলপি গ্যাস ওজনে যেমন কম তেমনি ব্যবহারকালে বিপজ্জনক বিস্ফোরণ ঘটতে পারে। এলপি গ্যাসের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা গেলে এলপি গ্যাসের প্রসার বাড়বে। জলবায়ু পরিবর্তনরোধে এলপি গ্যাসের ব্যবহার পৃথিবীর তাপমাত্রা প্রশমনে সহায়তা করবে।

আজ শনিবার রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ওরিয়ন এলপি গ্যাসের সৌজন্যে দৈনিক কালের কণ্ঠ আয়োজিত গোল টেবিলে বৈঠকে আলোচকেরা এ কথা বলেন।

‘বিকল্প জ্বালানি হিসেবে এলপি গ্যাসের বর্তমান ও ভবিষ্যাত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এখাতের প্রসারের জন্য সরকারের প্রণোদনা দেয়ার ওপর জোর দেন।

আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে তখন জ্বালানিখাতে নৈরাজ্য ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে জ্বালানিখাতে আজ শৃঙ্খলা ফিরে এসেছে। সাধারণ মানুষের ঘরেও এখন বিকল্প জ্বালানি হিসেবে এলপি গ্যাস ব্যবহার হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে ১৬ কোটির বেশি মানুষ। এই বাজারে এলপি গ্যাস শুধু রান্নার কাজেই যদি ব্যবহার করা যায় তাহলে সেটি বিরাট বড় বাজার। প্রতিদিন এ বাজার বাড়ছে। এটি যাতে নিরাপদে সাধারণ মানুষ ব্যবহার করতে পারেন সে জন্য এলপিজি কম্পানিগুলো সরকারের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব রয়েছে।

এর আগে আলোচনা অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।
কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, সাধারণ মানুষ কম দামে এলপি গ্যাস যাতে ব্যবহার করতে পারেন সে জন্য সরকারের উচিত এখাতে প্রণোদনা দেয়া। পাইপ লাইনের গ্যাসের ওপর সারা দেশের মানুষের অধিকার থাকলেও তা খুব কম সংখ্যাক মানুষ ব্যবহার করেন। সরকার এলপি গ্যাসে ভর্তুকি দিলে তা সাধারণ মানুষের জ্বালানি পেতে সহজ হবে।

কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, ওরিয়ন গ্র“পের পরিচালক লে. জেনারেল সাব্বির আহমেদ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ড. সেলিম মাহমুদ,  বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের এবং বসুন্ধরা সিটি শপিং মলের হেড অব মার্কেটিং এম এম জসীম, রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাছিরসহ অন্যরা।