ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

সামুদ্রিক সম্পদ আহরণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে একটি গবেষণা ইনস্টিটিউট স্থাপনে আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘ন্যাশনাল ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট আইন, ২০১৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, একজন মহাপরিচালক ইনস্টিটিউটের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন।প্রতিষ্ঠানকে দিক-নির্দেশনা দিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি বোর্ড থাকবে। ১৮ সদস্যের পরিচালনা বোর্ডে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা থাকবেন এ আইনে ২১টি ধারা আছে, অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের মতো এটিও একটি স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান হবে। –