ড. তৌফিক আলী কাফকোর সিইও
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লি. (কাফকো) এর নতুন প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) হলেন ড. তৌফিক আলী।
তিনি ১৯৬৮ সালে সিভিল সার্ভিসে যোগ দেন। পরে তিনি ফরেন সার্ভিসে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন। জেনেভা অবস্থানকালে তিনি দোহা রাউন্ডের অধীনে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাণিজ্য আলোচনায় বাংলাদেশের নেতৃত্ব দেন।
২০০৭ সালে অবসর নেয়ার পরে তিনি ভিয়েনায় ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস (ইউএনআইডিও) এর জ্যেষ্ঠ উপদেষ্টা হিসাবে যোগ দেন।
কাফকোর আগে তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার এর প্রধান নির্বাহি ছিলেন।
ড. আলী যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।