কয়লায় সাশ্রয় হয়নি: উৎপাদন খরচ দ্বিগুণ
নিজস্ব প্রতিবেদক:
সাশ্রয়ের চিন্তায় যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছিল তাও এখন চিন্তার কারণ। অনুমান থেকে প্রায় দ্বিগুণ খরচ হচ্ছে কয়লা বিদ্যুতে। ভবিষ্যতেও যে কমবে তার কোন পূর্বাভাস নেই।
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সময় ধারণা করা হয়েছিল প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ পড়বে সর্বোচ্চ সাত থেকে আট টাকা। কিন্তু এখন উৎপাদনে এলে দেখা যাচ্ছে খরচ হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা।
গ্যাস ও তেলের সাথে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেড়েছে। কয়লার দাম বাড়ার সাথে সাথে বেড়েছে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন খরচ। তবে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম কমলে বিদ্যুৎ উৎপাদন খরচও কমে যাবে। ডলারের বিনিময় হার বাড়তি হওয়াও সব বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়াতে বড় ভূমিকা রেখেছে।
পিডিবি থেকে জানানো হয়েছে, যখন এসব প্রকল্প নেয়া হয় তখনকার চেয়ে এখন আন্তর্জাতিক বাজারে কয়লার দাম দ্বিগুণ হয়েছে। এছাড়া, ডলারের বিনিময় হার এখন প্রায় ১০৬ টাকা, যা প্রকল্প নেয়ার সময় ছিল ৮৪ টাকা।
সূত্র জানায়, ১৩২০ মেগাওয়াট ক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন খরচ এখন প্রতি ইউনিট ১৪-১৫ টাকা হতে পারে। কিন্তু যখন প্রকল্পটি নেওয়া হয় তখন অনুমান করা হয়েছিল প্রতি ইউনিট ৭-৮ টাকা হবে। পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচও প্রায় কাছাকাছি।
ডলারের কারণে বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ চ্যালেঞ্জের বলে মনে করেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডে। এনার্জি বাংলাকে তিনি বলেন, বিশ্ববাজারে কয়লার দাম বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বেড়েছে। কয়লার দাম কমলে উৎপাদন খরচ যৌক্তিকভাবে কমে আসবে।