কয়লা আমদানি বাড়িয়েছে ভারত: সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
ইবি ডেস্ক:
কয়লা আমদানি বাড়িয়েছে ভারত। মে মাসে দেশটির আমদানি বেড়েছে ২০ দশমিক ৪ শতাংশ। এ সময় সব মিলিয়ে আমদানি করা হয় ১ কোটি ৯৯ লাখ ২০ হাজার টন কয়লা। গত অর্থবছরের মে মাসে আমদানি করা হয়েছিল ১ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টন।
এদিকে যুক্তরাষ্ট্র কয়লা উত্তোলন সক্ষমতা বাড়াচ্ছে। চীন ও ভারতের পরই সবচেয়ে বেশি কয়লা উত্তোলন কওে যুক্তরাষ্ট্র। কার্বন নিঃসরণ কমাতে বিশ্বের উন্নত দেশগুলো কয়লা উত্তোলন কমিয়ে আনার চিন্তা করছে। পূর্বাভাস অনুযায়ী, গত বছরের তুলনায় ১৪ দশমিক ৫ শতাংশ বাড়বে। আর ২০২২ সালে উত্তোলন বাড়বে দশমিক ৯ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ভারত সব মিলিয়ে আমদানি করেছে ৪ কোটি ২১ লাখ ৯০ হাজার টন কয়লা, যা গত অর্থবছরের তুলনায় ২৫ দশমিক ৪ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরের প্রথম দুই মাসে আমদানি করা হয়েছিল ৩ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টন।
গত মে মাসে মোট আমদানির ১ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টনই কয়লা। গত অর্থবছরের মে মাসে কয়লা আমদানি করা হয়েছিল ১ কোটি ৫ লাখ ৪০ হাজার টন। অন্যদিকে গত মে মাসে ভারত ৪৪ লাখ ১০ হাজার টন কয়লা আমদানি করে। গত অর্থবছরের একই মাসে আমদানির পরিমাণ ছিল ৩১ লাখ ৮০ হাজার টন। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (এপ্রিল-মে) ২ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টন ও ৯১ লাখ ৫০ হাজার টন আমদানি করা হয়েছে।
মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রের কয়লা উত্তোলন গত বছরের তুলনায় ১৪ দশমিক ৫ শতাংশ বাড়বে। দেশটি বছরের শেষ নাগাদ সব মিলিয়ে ৬১ কোটি ৭৩ লাখ টন কয়লা উত্তোলন করবে। গত বছর উত্তোলন করা হয়েছিল ৫৩ কোটি ৯১ লাখ টন, যা ৫৫ বছরের রেকর্ড সর্বনিম্ন।
মাসভিত্তিক হিসাবেও কয়লা উত্তোলন বাড়ছে। চলতি মাসে ১ কোটি ৭০ লাখ টন উত্তোলন বাড়ানোর পূর্বাভাস দিয়েছে সংস্থাটি, যা গত জুনের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেশি।
চলতি বছর যুক্তরাষ্টের বিদ্যুৎ খাতে কয়লার ব্যবহারের পরিমাণ দাঁড়াবে ৫২ কোটি ২২ লাখ টন। আগামী বছর এ খাতে ব্যবহার করা হবে ৪৮ কোটি ৭০ হাজার লাখ টন। অর্থাৎ এ দুই বছরই ২০২০ সালের তুলনায় ব্যবহার ঊর্ধ্বমুখী থাকবে। গত বছর বিদ্যুৎ খাতে ব্যবহার করা হয়েছিল ৪৩ কোটি ৬৫ লাখ টন কয়লা।
তবে ২০২১ সালের শেষ নাগাদ বিদ্যুৎ খাতে পণ্যটির মজুদ কমে ১০ কোটি ৭৭ লাখ টনে নেমে আসবে বলে জানানো হয়েছে। গত বছর মজুদের পরিমাণ ছিল ১৩ কোটি ২৭ লাখ শর্ট টন। আগামী বছরও মজুদ ঘাটতি ধারা অব্যাহত থাকবে। মজুদের পরিমাণ দাঁড়াবে ৮ কোটি ৪৫ লাখ টনে।
এদিকে চলতি বছর যুক্তরাষ্ট্রে কয়লার মোট ব্যবহার ৫৬ কোটি ৯০ লাখ টন এবং আগামী বছর ৫৩ কোটি ৬৮ লাখ টনে দাঁড়াবে বলে জানিয়েছে ইআইএ। গত বছর মোট ব্যবহারের পরিমাণ ছিল ৪৭ কোটি ৭৩ লাখ টন।