কয়লা বিদ্যুতে চীনা কোম্পানি ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে
বিদ্যুৎ উৎপাদন খাতে বাংলাদেশে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনের ঝেজিয়াং জিন্দুন প্রেসার ভেসেল কোম্পানি লিমিটেড।
এবিষয়ে আগামী এক মাসের মধ্যেই চুক্তি হওয়ার কথা আছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে কর্তৃপক্ষ (বেজা) কোম্পানির সাথে চুক্তি করতে যাচ্ছে।
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চীনা এই কোম্পানি দুই হাজার ৬৪০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে চেয়েছিল। তবে জ্বালানি বিভাগ প্রাথমিকভাবে ৬৬০ মেগাওয়াট করে দুই ইউনিটে মোট এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দিয়েছে।
শুধু বিদ্যুৎকেন্দ্র নয় সাথে বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে যে ছাই তৈরি হবে তা থেকে ইট তৈরি করার জন্যও বিশেষায়িত কারখানা স্থাপন করবে তারা।
চুক্তি সইয়ের তিন বছরের মধ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রক্রিয়া শেষ হবে বলে ঝেজিয়াং কর্তৃপক্ষ জানিয়েছে।
বাস্তবায়ন হলে এটাই হবে চীনের কোনো কোম্পানির এককভাবে বৃহত্তম বিনিয়োগ হবে।
বেজার চেয়ারম্যান পবন চৌধুরী জানান, ঝেজিয়াং এর বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আমরা সন্তুষ্ট। তাদের ৫০০ একর জমি দেয়ার জন্য কাজ করছি।
৫০ বছরের জন্য জমির ভাড়া বাবদ ঝেজিয়াং বেজাকে ৩১৫ কোটি টাকা দেবে। চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এ নিয়ে চুক্তি হয়েছে। বেজা চেয়ারম্যান জানান, ২০১৬-১৭ অর্থবছরে ২ দশমিক ৪৫ বিলিয়ন ডলার সরাসরি বৈদেশিক বিনিয়োগ এসেছে বাংলাদেশে।
ঝেজিয়াংয়ের প্রতিনিধিরা ২০১৫ সালের অক্টোবরে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শন করেন। তারা মোট এক হাজার একর জমি চেয়ে আবেদন করেছিল। এর জন্য তারা অগ্রিম ছয় কোটি টাকা জমা দিয়েছে বলে জানা গেছে।