খুলনাঞ্চলে জ্বালানি তেল পরিবহনে অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত
খুলনাঞ্চলে জ্বালানি তেল পরিবহনে অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। ধর্মঘটের কারণে খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের ছয় জেলাসহ ১৬ জেলায় জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ আছে। এতে এসব জেলার পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট সৃষ্টি হতে শুরু করেছে।
খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সোমবার দুপুরে আদালত শ্রমিকনেতা আলী আজিমের জামিন নামঞ্জুর করে।
বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এবং পদ্মা, মেঘনা ও যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতি রোববার দুপুর থেকে এ ধর্মঘট শুরু করে।
দ্রুত সমাধান না হলে পাম্পগুলো তেলশূন্য হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ধর্মঘটের ২য় দিন সোমবার সকাল ৮টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাংকলরি রেখে কর্মবিরতি শুরু করেন। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখেন। এরপর নতুন রাস্তার মোড়ে শ্রমিক ইউনিয়নের সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা।