গবেষণায় প্রণোদনা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গবেষণা ও গবেষকদের প্রণোদনা দেয়ার উদ্যোগ অব্যাহত রাখা হবে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হলেই উদ্ভাবন বাড়বে ও টেকসই উন্নয়ন দ্রুত সম্ভব হবে।
প্রতিমন্ত্রী মঙ্গলবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (ইপিআরসি) আয়োজিত সেমিনারে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও ইপিআরসি‘র চেয়ারম্যান শাহীন আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ কেন্দ্রের  বা তেল শোধনাগারের সিমিউলেশন থাকলে ছাত্র-ছাত্রীরা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করতে পারতো। এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ ও ইপিআরসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
কাউন্সিল বর্জ্য থেকে বিদ্যুৎ ও আধুনিক গ্রিড ব্যবস্থার উপর গবেষনায় অর্থায়ন করেছে।