গাড়িতে সিএনজি সিলিন্ডার বন্ধের পক্ষে সড়ক মন্ত্রী

সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ব্যবহার করে এখন যেভাবে গাড়ি চলছে, তা বন্ধ করার পক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, যানবাহনে ব্যবহার করা সিএনজির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে যে ধরনের বিপদ ঘটাচ্ছে, সেজন্যই এর বিকল্প খোঁজার নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, সিলিন্ডার ব্যবহার বন্ধ করার ব্যাপারে সচিবকে পরামর্শ দিয়েছি। এটা আমার মনে হয় অচিরেই একটা ব্যবস্থা হবে।

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বুধবার রাতে একটি পিকআপের সিলিন্ডার বিস্ফোরণের পর চকবাজারের চুড়িহাট্টা মোড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর সেই আগুন প্রথমে রাস্তায় থাকা যানবাহন এবং পরে ঘটনাস্থলের পাঁচটি ভবনে ছড়িয়ে পড়ে।