গ্যাসের দাম সমন্বয়ের ঘোষণা রোববার
নিজস্ব প্রতিবেদন:
আবাসিক, বাণিজ্যিক, শিল্প, বিদ্যুৎসহ সব খাতে গ্যাসের দাম সমন্বয় করে নতুন দাম চূড়ান্ত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার গ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে।
শনিবার বিইআরসি বিজ্ঞপ্তি দিয়ে আদেশ দেয়ার বিষয়টি জানিয়েছে। ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের বিরোধিতার পরও দাম সমন্বয়ের প্রক্রিয়া চূড়ান্ত করল বিইআরসি।
সূত্র জানিয়েছে, ক্যাপটিভ বিদ্যুতে ব্যবহার করা গ্যাসের দাম সবচেয়ে বেশি বাড়তে পারে।
পেট্রোবাংলা বলেছে, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়েছে। যে কারণে স্পর্ট মার্কেট থেকে চড়া দরে এলএনজি আমদানি করতে হচ্ছে। এ জন্য
পেট্রোবাংলা ১১৭ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব করেছিল। গণশুনানিতে বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি ২০ শতাংশ দাম বাড়ানোর পক্ষে মতামত দেয় ।