গ্যাস উত্তোলন বাড়ানোর পরামর্শ
দশম জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বর্তমান গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন বাড়ানোর পরামর্শ দিয়েছেন।একইসঙ্গে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উত্পাদনের পরামর্শ দেয়।
সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়। কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মো. আতিউর রহমান আতিক, মো. আবু জাহির, এম, আব্দুল লতিফ, মো. শিবলী সাদিক, লিয়াকত হোসেন খোকা এবং বেগম নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশ নেন।বিদ্যুত্ বিভাগ, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর কার্যক্রম নিয়ে বৈঠকে প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে জানানো হয় যে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতকে সবচেয়ে অগ্রাধিকারমূলক খাত হিসেবে চিহিত করে হয়।বিদ্যুৎ উত্পাদন বেড়েছে বলে কৃষি, শিল্প, স্বাস্থ্য ও শিক্ষাসহ সকল খাতে দেশের উন্নয়ন হয়েছে।
কমিটি বিদ্যুৎ সৌর বিদ্যুৎ উত্পাদনের ব্যবস্থা নেয়া, অবৈধ বিদ্যুৎ সংযোগ গ্রহন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা, বিদ্যুতের সিস্টেম লস কমিয়ে আনার, বিদ্যুতের অপচয় রোধ এবং স্বাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উত্পাদনের পদক্ষেপ নিতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে বর্তমান গ্যাস সংকটের কারণ, প্রতিকার এবং সমাধানে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা করা হয়।সীমিত গ্যাসের মজুদ এবং দ্রুত চাহিদা বাড়ার কারণে গ্যাসের সংকট হচ্ছে বলে সংসদীয় কমিটিতে জানানো হয়েছে।এই সমস্যা সমাধানে বর্তমান ক্ষেত্র থেকে উত্পাদন বাড়ানো,অনুসন্ধান বাড়ানো, বিকল্প জ্বালানী ব্যবহার এবং সর্বক্ষেত্রে জ্বালানীর স্বাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে বর্তমান গ্যাস সংকট থেকে উত্তরনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।