গ্যাস বিদ্যুতের দাম না বাড়িয়ে কতদিন থাকা যাবে তা অনিশ্চিত বললেন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি সংকটে শিল্প উৎপাদন বাড়ছে না। দেশের কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।
শনিবার এফবিসিসিআই আয়োজিত ‘বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি: প্রয়োজন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা’ বিষয়ক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, গত তিন বছর শিল্পে জ্বালানি ব্যবহার বাড়েনি। নতুন প্রজন্ম বিনিয়োগে আস্থা পাচ্ছে না। ব্যয় কমিয়ে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে ঘাটতি কমানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করা হয়েছে বলে জানান বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা।
সেমিনারে বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা জ্বালানি পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশীয় গ্যাস উৎপাদন পর্যায়ক্রমে কমে যাচ্ছে। যা অর্থনৈতিক উন্নয়নে অশনি সংকেত। উন্নয়ন ধরে রাখতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই খাতে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ঘাটতি কমানো সম্ভব বলো জানান তারা।
বছরে বিদ্যুতে ৩২ হাজার এবং জ্বালানিতে ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়। এজন্য বিদ্যুৎ ও জ্বালানির দাম কতদিন না বাড়িয়ে থাকা যাবে তা অনিশ্চিত বলে জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
প্রাথমিক জ্বালানি নিশ্চিত করা মূল চ্যালেঞ্জ জানিয়ে উপদেষ্টা বলেন গ্যাস উৎপাদন যে কমে যাচ্ছে তা ঠেকানোই আমাদের মূল লক্ষ্য।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন। আলোচনায় অংশ নেন ক্যাব এর সহসভাপতি অধ্যাপক ড শামসুল আলম, এফবিসিসিআই এ সহসভাপতি হুমায়ূন রশীদসহ অনেকে।