গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে সমঝোতা
পেরুর রাজধানী লিমায় জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত কপ-২০ জলবায়ু সম্মেলনে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে শেষ পর্যন্ত একটি সমঝোতা হয়েছে। রোববার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো একটি সমঝোতায় পৌঁছেছে।
বৈঠকের সভাপতি বলেছেন, প্রতিনিধিরা একটি কাঠামো অনুমোদন করেছেন।
এছাড়াও আগামী বছর প্যারিসে একটি জলবায়ু সম্মেলনে এ কাঠামো নতুন একটি আন্তর্জাতিক চুক্তিতে পরিণত করা হবে বলে সম্মেলন থেকে জানানো হয়।জানা যায়, শেষ পর্যন্ত একটি সমঝোতা হলেও, গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আগামী বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।
এর আগে, পরিবেশের তাপমাত্রা কমাতে কোন দেশ কতটা দায়িত্ব নেবে তা নিয়ে উন্নয়নশীল ও শিল্পোন্নত দেশগুলোর মধ্যে তীব্র মতভেদের সৃষ্টি হয়। এ কারণে সম্মেলনের সময়সীমা দুইদিন পেছানো হয়।