চট্টগ্রামে নির্মানাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ৫ জন নিহত
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেটের নেতৃত্বে ৪ সদস্যদের এবং অতিরিক্ত ডিআইজ’র নেতৃত্বে ৩ সদস্যের আলাদা ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭দিনের মধ্যে এনিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সংঘর্ষের পর বিদ্যুৎকেন্দ্র ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে ২০১৬’র চৌঠা এপ্রিল স্থানীয়দের সাথে পুলিশের সংর্ঘর্ষে ৪জন এবং পরে আরও দু’দফা সংঘর্ষে ২জনের মৃত্যু হয়।
বকেয়া বেতন পরিশোধ, বেতন বাড়ানো ও শুক্রবার এক বেলা কাজ করাসহ ৪দফা দাবিতে শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো সকাল থেকে বিক্ষোভ করতে থাকেন। উত্তেজনা বেড়ে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ বেঁধে যায়। সেসময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে এবং বেশ কয়েকটি গাড়ি ও স্থাপনায় আগুন দেয়। এক পর্যায়ে পুলিশ গুলি করে। সে সময় রায়হান, আহমদ রেজা, রনি হোসেন, শুভ ও মো. রাহাতের মৃত্যু হয়। তাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম থেকে পুলিশের ডিআইজি, চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ এবং উন্নত চিকিৎসা দেয়ার আশ্বাস দেন। একই সাথে জড়িত ও ইন্ধনদাতাদের কঠোর ভাবে দমনের ঘোষণা দেন।