চট্টগ্রামে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় মামলা, সংযোগ বিচ্ছিন্ন

প্রায় সাড়ে ৩ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রামের রামপুরে ১১টি মামলা এবং ১১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ আদালত (উত্তর) এই অভিযান পরিচালন করে। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসানের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন।  এ সময় তার সঙ্গে রামপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াহিদুল হাসান, সহকারী প্রকৌশলী আশুতোষ বড়–য়া, জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং খেলাপী বিদ্যুৎ গ্রাহকের বকেয়া আদায়ের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-রামপুরের আওতাধীন হালিশহর বি ব্লক, এ ব্লক, এইচ ব্লক, সবুজবাগ ও বিবিবি-রামপুর দপ্তর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
বিদ্যুৎ আদালতে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য জরিমানা এক লাখ দুই হাজার টাকা ও বকেয়া বিলের জন্য তিন লাখ তেষট্টি হাজার পাঁচশত ঊনসত্তর টাকার প্রসিকিউশন দেয়া হয়েছে।