চাকরিচ্যুৎ করার প্রতিবাদে কর্মবিরতি, ৬১ সমিতিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

চাকরিচ্যুত করার প্রতিবাদে প্রতিবাদে ৬১ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কর্মবিরতি পালন করছে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা।

বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকায় ওইসব এলাকার বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে।

আগামী ১২ ঘণ্টার মধ্যে তাদের চাকরির পুনর্বহাল, মামলা প্রত্যাহার, আরইবি চেয়ারম্যানের পদত্যােগের দাবি করেছে আন্দোলনকারীরা।

আন্দোলনের কারণে নেত্রকোনা, ঢাকা-২, বরিশাল-১, কুমিল্লা-১, কুমিল্লা-২, কুমিল্লা-৪, কুমিল্লা-৩, নোয়াখালী, মুন্সীগঞ্জ, মাগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, ঝাককাঠি, রংপুর-১, সিরাজগঞ্জ-২, মানিকগঞ্জ, ঢাকা-৪, ঢাকা-১ এবং গাজীপুর সমিতি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

এরআগে পল্লী বিদ্যুৎ সমিতির ২০ কর্মকর্তাকে চাকরি থেকে অবাহতি দেওয়া হয়।