টাকা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন!

বিদ্যুৎ উৎপাদনে কাঠ বা কয়লাসহ জ্বালানি হিসেবে তেল ব্যবহারের কথা শুনলেও টাকা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন কথাটি পুরোটাই চমকে দেয়ার মতো খবরই বটে। সে াতস্বিনী নদীতে বাঁধ দিয়েও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু তাই বলে টাকা? এটাও কি সম্ভব? হ্যাঁ, সত্যিই তাই। এ ঘটনা ঘটেছে সব সম্ভবের দেশ চীনের একটি শহরে।
চীনের এক শহরের একটি কোম্পানির কাছে পোড়ানোর মতো প্রচুর অর্থ আছে, আর তা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করছে কোম্পানিটি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের লুওয়াং শহরের এই বিদ্যুৎ উৎপাদন কোম্পানিটি কয়লার পরিবর্তে পুরনো ও ক্ষতিগ্রস্ত ব্যাংকনোট পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করে। চীনে প্রথমবারের মতো এভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছে সিনহুয়া। কোম্পানিটি জানিয়েছে, এক টন ব্যাংকনোট পুড়িয়ে ৬০০ কিলোওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করা করা যায় এবং কয়লার পরিবর্তে নোট পুড়িয়ে বিদ্যুৎ করা পরিবেশের জন্যও ভালো। বিবিসি