জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রচুর অর্থের প্রয়োজন:পরিবেশ মন্ত্রী
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি থাকলেও এ খাতে প্রচুর অর্থের প্রয়োজন। বাংলাদেশ ইতোমধ্যে এ খাতে নানা অভিজ্ঞতা অর্জন করেছে। তিনি সরকারের কাজগুলো এগিয়ে নেয়ার জন্য দাতা দেশ ও সংস্থাগুলোকে এগিয়ে আসার আহবান জানান।
যুক্তরাষ্ট্রের পরিবেশ বিষয়ক বক্তা আইসিএফ ইন্টারন্যাশনাল এর ইমপ্যাক্ট এন্ড অ্যাডাপটেশন ক্লাইমেট চেঞ্জ এন্ড সাসটেইনাবিলিটির প্রিন্সিপাল জোয়ান আর পটার বুধবার সকালে সচিবালয়ে পরিবেশ ও বন মšúীর সাথে সাক্ষাত করেন। এসময় মন্ত্রী একথা বলেন।
সাক্ষাতের সময় তারা জলবায়ুর বিরূপ প্রভাব কিভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্থ করবে সে বিষয়ে আলোচনা করেন। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে ব্যাপকভাবে গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী এ কার্যত্রক্রম বাস্তবায়ন করবে।
পরিবেশ ও বন মন্ত্রী বলেন, সিডরের মতো আরেকটি দুর্যোগ আসার আগে আমরা উপকূলীয় এলাকাকে রক্ষার জন্য ব্যাপক কাজ করার পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু এ খাতে বিপুল অর্থের প্রয়োজন। এ কাজে তিনি দাতাদের এগিয়ে আসার আহবান জানান। জোয়ান পটার বাংলাদেশে মোটর গাড়ীর ধোঁয়ায় পরিবেশ দূষণের কথা উল্লেখ করে রেল যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।