জলবিদ্যুত প্রকল্পে ভুটানের সহায়তা চাইলেন রাষ্ট্রপতি
দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে আন্তঃসংযোগ বাড়াতে ভুটানকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার বঙ্গভবনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান রাষ্ট্রপতি। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ বৈঠক করেছেন।
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অঞ্চলের আন্তঃসংযোগ জোরদার ও জলবিদ্যুত প্রকল্প বাস্তবায়নে ভুটানের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে আর্থ-সামাজিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভুটানের দ্রুত স্বীকৃতি আমাদের জয়ের পথে নিতে দারুণভাবে অনুপ্রাণিত করে। রাষ্ট্রপতি একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে বিশেষ করে তখনকার ভুটানের রাজা জিগমে দর্জি ওয়াংচুক ও সেদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। আবদুল হামিদ বলেন, তিনি সে সময় ভুটান সীমান্তের কাছাকাছি থেকে মুক্তিযুদ্ধের জন্য কাজ করছিলেন। রাষ্ট্রপতি ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে তাঁর অভিনন্দন জানান।