বিদ্যুৎ সাশ্রয়ী হতে স্কাউটসদের প্রচারণা

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ স্কাউটস আজ থেকে বিশেষ সচেতনতামূলক প্রচারনায় নামছে। বাড়ি এবং নিজ অঞ্চলে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার আহবান জানাবে বাংলাদেশ স্কাউটস সদস্যরা। বৃহস্পতিবার থেকে তিনদিন এই প্রচারণা চলবে।
বুধবার স্কাউটস এর জাতীয় সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ও সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান এতথ্য জানান। এ সময় পাওয়ার সেলের মহা পরিচালক মোহাম্মদ হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় বিদ্যুৎ সপ্তাহের অংশ হিসেবে এই প্রচারণা করা হচ্ছে। সারাদেশে ৪৯৪টি কেন্দ্রে ৮০ হাজার স্কাউট ১৮ থেকে ২১ ডিসেম্বর তিন দিন প্রচারণায় অংশ নেবে। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী এই ক্যাম্পের উদ্বোধন করবেন। জেলা এবং উপজেলা পর্যায়ে এই ক্যাম্প হবে। স্কাউটরা লিফলেট-পোষ্টার বিলি করবে। স্কাউটরা নিজের স্কুল এবং পরিবারে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে।