জাপান ১৬ হাজার কোটি টাকা বিদ্যুৎখাতে ঋণ দেবে
জাপান বাংলাদেশে বিদ্যুৎখাতে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এই টাকা খরচ করা হবে। আগামী ১৬ই মে এবিষয়ে জাপানের সাথে বাংলাদেশের চুক্তি হতে পারে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্দ্রী নসরুল হামিদ এবিষয়ে জানিয়েছেন, জাপানের এই বিনিয়োগ বিদ্যুৎখাতের চলমান উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর গেলে জাপান সরকার বাংলাদেশে ৬০০ বিলিয়ন জাপানি মূদ্রা ইয়েন ঋণ দেয়ার প্রতিশ্রুতি দেয়।