জুনের মধ্যে বিদ্যুতের বকেয়া দিতে হবে

আগামী জুন মাসের মধ্যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুতের বকেয়া শোধ করতে হবে। না দিলে তারপরই সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এ জন্য খুব শিগগির সরকারি প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয়া হবে। বার বার তাগাদা দেয়ার পরও বকেয়া আদায় করতে না পারায় নতুন করে এই সময় দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বুধবার বিদ্যুৎ বিভাগে বিদ্যুতের বকেয়া বিল বিষয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্পণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এবং বিতরণ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর মধ্যে যাদের বকেয়া দেয়ার মতো আর্থিক অবস্থা নেই, তারা অর্থ বিভাগের কাছে বিষয়টি চিঠি দিয়ে জানাবে। অর্থ বিভাগ বিশেষ রেয়াতের মাধ্যমে তাদের সে অর্থ দেবে। আর যেসব সংস্থা বিদ্যুত্ বিল বাবদ অর্থ বরাদ্দ পায় তাদের খুব শিগগির বকেয়া শোধের জন্য চিঠি দেয়া হবে।
বিদ্যুত্ বিভাগ সূূত্র জানায়, দেশের পাঁচটি বিতরণ সংস্থা সাড়ে তিন হাজার কোটি টাকার বেশি পাওনা আছে। এরমধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে বকেয়া আছে প্রায় ৮০০ কোটি টাকা। ১০ থেকে ১২টি মন্পণালয়ে বকেয়ার পরিমাণ অনেক বেশি।
জানুয়ারি মাসের হিসেব অনুযায়ি, সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সব থেকে বেশি বকেয়া আছে স্থানীয় সরকার বিভাগের কাছে। এই মন্ত্রণালয়ের কাছে বিদ্যুত্ বিল বকেয়া আছে ৩২৩ কোটি ৯৭ লাখ টাকা। এরপরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে পাওনা আছে ১১৪ কোটি ৭৫ লাখ টাকা, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে ৮৯ কোটি ১২ লাখ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণের কাছে ৫৮ কোটি ৭৩ লাখ টাকা, স্বরাষ্ট্রে ৩৫ কোটি ৯৩ লাখ, শিক্ষায় ৩৩ কোটি ৩৪ লাখ, ধর্মে ১৯ কোটি ৮১ লাখ, বস্ত্র ও পাটে ১৮ কোটি ৩৪ লাখ, রেলপথে ১৩ কোটি ৫৭ লাখ, প্রতিরক্ষায় ১২ কোটি ২১ লাখ, জনপ্রশাসনে ১০ কোটি ২১ লাখ, ডাক ও তার মন্ত্রণালয়ের কাছে পাওয়া আছে পাঁচ কোটি ৮৫ লাখ।
সূত্র জানায়, জানুয়ারি মাস পর্যন্ত তিন হাজার ৫৬৯ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা বিদ্যুত্ বিল বকেয়া পড়েছে। এরমধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাবে এক হাজার ৬৪ কোটি টাকা, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) পাবে এক হাজার ১৮৫ কোটি টাকা, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) ৭৩৫ কোটি টাকা, ঢাকা ইলেকট্রিসিটি সরবরাহ কোম্পানি (ডেসকো) ৩৪৮ কোটি টাকা এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) পাওনা আছে ২৩৫ কোটি টাকা।