মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি, তবে পরিমাণে কম
রাজধানীসহ দেশের অনেক জেলায় বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। জুন মাসে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করবে। এতে বৃষ্টি হবে তবে তা স্বাভাবিকের চেয়ে কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, জুন মাসে বঙ্গোপসাগরে একটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আগামী জুলাই মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, মধ্য প্রদেশ ও বিহার সংলগ্ন লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের উত্তর-পশ্চিম অংশ পর্যন্ত বিস্তৃত। অন্যটি উত্তর-বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূলে অগ্রসর হয়েছে।
লঘুচাপের প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাদের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার ঢাকায় ৪ মিলিমিটার, ময়মনসিংহে ১ মিমি, টাঙ্গাইলে ৯ মিমি, ফরিদপুরে ৫১ মিমি, মাদারীপুরে ৩ মিমি, চাঁদপুরে ২ মিমি, মাইজদীকোর্টে ২ মিমি, ফেনীতে ৩৭ মিমি, কক্সবাজারে ২ মিমি, কুতুবদিয়ায় ২ মিমি, রাজশাহীতে ২২ মিমি, ঈশ্বরদীতে ৮২ মিমি, বগুড়ায় ১৪ মিমি, দিনাজপুরে ১ মিমি, খুলনায় ৫২ মিমি, সাতক্ষীরায় ৩৭ মিমি, যশোরে ৪১ মিমি, বরিশালে ১৪ মিমি এবং পটুয়াখালীতে বৃষ্টিপাত হয়।