ট্রান্সফরমার নষ্ট: রাজধানীর একাংশে লোডশেডিং
ট্রান্সফরমার নষ্ট হওয়ায় রাজধানীর একটি অংশে স্বাভাবিক প্রচুর লোডশেডিং হচ্ছে। স্বাভাবিক লাইনে বিদ্যুৎ দেয়া যাচ্ছে না। বিকল্প লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এজন্য চাহিদা তুলনায় কম সরকরাহ করা হচ্ছে। এতে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং হচ্ছে।
ডিপিডিসি সূত্র জানায়, রাজধানির ধানমন্ডির ১৩২/৩৩ গ্রীড উপকেন্দ্রে জিটি-১ ট্রান্সফরমারের জিআইএস ব্রেকারে গ্যাস লিকেজের কারণে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেখান থেকে একটি ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এতে কাওরানবাজার, কাকরাইল, আজিমপুর, পরীবাগ, ধানমন্ডি, কাটাবনের আশিংক এলাকা এবং এর আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে বিকল্প লাইনে কিছু বিদ্যুৎ সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় অনেক কম।
ডিপিডিসি কর্তৃপক্ষ জানায়, লোড ব্যবস্থাপনার মাধ্যমে ওই এলাকায় বিদ্যুৎ বিতরণ করতে হচ্ছে। তবে চাহিদার পুরোটা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ট্রান্সফরমারটি মেরামতের জন্য সিমেন্স কোম্পানির একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। কবে মেরামত শেষ হবে তা এখনও নিদিষ্ট করা সম্ভব নয়।