ডিজেল ও কেরোসিনের দাম বাড়ল লিটারে ১৫ টাকা
নিজস্ব প্রতিবেদক:
ডিজেল ও কেরোসিনের দাম বাড়ল। ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ১৫ টাকা বেড়েছে। ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। আজ বৃহষ্পতিবার থেকে এই দাম কার্যকর হয়েছে।
আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে এই দাম বাড়ানো হয়েছে।
জ্বালানি বিভাগ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ডিজেলে লিটার প্রতি ১৩ টাকা ১ পয়সা এবং ফার্ণেস অয়েলে ৬ টাকা ২১ পয়সা কম দামে বিক্রি করছে। এতে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান হচ্ছে। অক্টোবর মাসে সবমিলে ২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান দিয়েছে। এরআগে ২০১৬ সালের ২৪শে এপ্রিল জ্বালানি তেলের দাম কমিয়ে সমন্বয় করা হয়েছিল।
বিশ্ববাজারের সাথে মিল করে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্ব্য় করছে। ১লা নভেম্বর ভারতে ডিজেলের দাম বাড়িয়ে লিটারপ্রতি ১০১ রূপি ৫৬ পয়সা বা ১২৪টাকা ৪১ পয়সা করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০০৮ সালের ২২শে ডিসেম্বর জারি করা প্রজ্ঞাপন এবং অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।