ডিজেল কেরোসিন অকটেন পেট্রোলের দাম বাড়ল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (শুক্রবার, ৩১শে জানুয়ারি ২০২৫):
জ্বালানি তেলের দাম বাড়লো। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল লিটারে এক টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দামে ডিজেল ও কেরোসিন ১০৫টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন দাম ১লা ফেব্রুয়ারি থেকে কার্যকর।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৩১ শে ডিসেম্বর ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমানো হয়েছিল।