ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক:
পেট্রোল পাম্প মালিক সমিতির একাংশ কমিশন বাড়ানোসহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে তেল তোলা এবং পরিবহন বন্ধ রেখেছে। এতে বিভিন্ন স্থানে যানবাহনে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। তেল না পেয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসির সাথে এনিয়ে বৈঠক হতে পারে বলে জানা গেছে।
জ্বালানি তেল বিক্রির কমিশন সাড়ে সাত শতাংশ নির্ধারণ করা, পেট্রোল পাম্প ব্যবসায়িদের কমিশন এজেন্ট হিসেবে প্রজ্ঞাপন জারি, ট্যাংক লরি ভাড়ার ওপর ভ্যাট বাদ দেওয়ার দাবিতে রোববার সকাল থেকে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন পেট্রোল পাম্প মালিকদের একাংশ।
এতে মজুদ ফুরিয়ে যাওয়ায় পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। সকালে গাড়িতে তেল নিতে এসে না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। দু’একটা পাম্পে ডিজেল থাকলেও অকটেন একেবারেই নেই।
ডিপোতে গেলেও লরিগুলো তেল উত্তোলন করেনি। নারায়ণগঞ্জে ফতুল্লার পদ্মা ও যমুনা এবং সিদ্ধিরগঞ্জের গোদনাইল ও এসও বার্মা স্ট্যান্ড ডিপোতে অবস্থান নিয়ে কর্মসূচী পালন করছেন মালিকরা।
তিনটি দাবির মধ্যে একটা মেনে নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তেল বিপণনে বিপিসি অনুমোদিত জ্বালানি তেল ব্যবসায়ি এবং ডিলারদের কমিশন এজেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু কমিশন না বাড়ানো পর্যন্ত পাম্প থেকে তেল তোলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন পাম্প মালিকদের একাংশ। জ্বালানি বিভাগের আশ্বাসে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত কর্মসূচি বন্ধ রেখেছেন মালিকদের অন্য অংশ।