ডিসেম্বরের মধ্যে সকল শিল্পে বিদ্যুৎ: এফবিসিসিআই এর অভিনন্দন
শিল্পখাতে বিদ্যুৎ সংযোগ পেতে আর অপেক্ষা নয়। দ্রুত সময়ে অপেক্ষমান সকল শিল্পে বিদ্যুৎ দেয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে সকলকে বিদ্যুৎ দেয়া হবে।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এক বিবৃতিতে শিল্পে অপেক্ষমান সকল বিদ্যুৎ সংযোগ আগামী ডিসেম্বরের মধ্যে দিয়ে দেয়ার সিদ্ধান্ত’র কারণে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
এতে জানানো হয়, বিদ্যুৎ উৎপাদনের ‘সক্ষমতা বাড়ায়’ সরকার শিল্পসহ সব খাতে বিদ্যুৎ সংযোগ ‘উন্মুক্ত ও সহজতর’ করার সিদ্ধান্ত নিয়েছে।
বিদ্যুৎ ঘাটতি থাকায় ২০১০ সালের নভেম্বরে শিল্পখাতে নতুন বিদ্যুৎ সংযোগ সীমিত করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ জানিয়েছেন, শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ পেতে আবেদন করলেই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান সংযোগ দেবে। ১০ মেগাওয়াট পর্যন্ত চাহিদার শিল্প-প্রতিষ্ঠানের আবেদনে সংশ্লিষ্ট বিতরণকারী প্রতিষ্ঠানই সংযোগ দিতে পারবে। তবে চাহিদা দশ মেগাওয়াটের বেশি হলে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গত ২০১৪-১৫ অর্থ বছরে মোট ৩৬ হাজার শিল্প প্রতিষ্ঠানে নতুন বিদুৎ সংযোগ দেয়া হয়। আর আবাসিক খাতে ১৮ লাখ।