ঢাকায় বিদ্যুৎ ও নির্মান শিল্প প্রদর্শনী শুরু
ঢাকায় শুরু হয়েছে সৌর-নবায়নযোগ্য জ্বালানি ও স্থাপত্য-অবকাঠামো নির্মাণ শিল্প প্রযুক্তির ৬ষ্ঠ আন্তর্জাতিক প্রদর্শনী। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনের এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
এক্সপোনেট এক্সিবিশনের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক সোলারটেক, ৫ম আন্তর্জাতিক পাওয়ারটেক ও ৪র্থ আন্তর্জাতিক গ্রীণবিল্ড বাংলাদেশ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর পাশাপাশি চলবে বিভিন্ন সেমিনার।
প্রদর্শনীতে বিদ্যু সাশ্রয়ী যন্ত্রাংশ, এয়ার কন্ডিশনিং ব্যবস্থা, পরিবেশবান্ধব বাথরুম ফিটিংস, হিট কন্ট্রোল প্রযুক্তি ও কম্পিউটার নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপন ও বিল্ডিং অটোমেশন সহ বিদ্যুৎ ও নির্মাণ শিল্পের নানা আধুনিক যন্ত্রাংশ প্রদর্শন করা হচ্ছে।
প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, কোরিয়া, চীন, সিঙ্গাপুর, ভারত, যুক্তরাজ্য ও বাংলাদেশসহ ১১টি দেশের ৯০টি প্রতিষ্ঠান ১৫০টি স্টল দিয়েছে। এতে ক্যাটারপিলার, কামিন্স, পারকিন্স, মিৎস্যুবিশি, স্ট্যামফোর্ড, মারকন, ক্রস ওয়াল্ড গ্রুপ, বাংলা ক্যাট, ডানা গ্রুপ, জ্যাকসন ইন্ডিয়া, এনার্জি প্যাক, ইয়াংলি সোলার, প্রতিভো, সেনোওয়ার, স্কাইসেড, হাইবারজেন, চাইনাল্যান্ড ও সোলারল্যান্ড, জিটিএস গ্রুপসহ বিভিন্ন কোম্পানি অংশ নিয়েছে।
প্রদর্শনীটি আগামী ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে।
এক্সপোনেট এক্সিবিশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক সাংবাদিকদের বলেন, স্থানীয় কারখানাগুলোকে বিদ্যুৎসাশ্রয়ী আধুনিক যন্ত্রাংশের আওতায় আনতে পারলে জাতীয় গ্রিড থেকে এখনই ৫০০ মেগাওয়াটের বেশী বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এছাড়াও কারখানাগুলোর উৎপাদন ক্ষমতা প্রায় ৩০ শতাংশ বাড়বে। সৌর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রামীণ অফ গ্রিড এলাকায় বিদ্যুতায়ন, সূর্যের আলো সরাসরি ব্যবহার করে সেচকাজ পরিচালনার ফলে গরমের সময় জাতীয় গ্রিডের চাপ কমানো সম্ভব।
শুক্রবার দীর্ঘমেয়াদী ও টেকসই বিনিয়োগের উপর ‘গ্রীণ ইনভেস্টমেন্ট সামিট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।