ঢাকা মেডিকেলে ৮ কোটি টাকা বিদ্যুৎ বকেয়া

ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বকেয়া বিদ্যুৎ বিল শোধ করার চূড়ান্ত নোটিশ দেয়া হয়েছে। আগামী ২৪ জুনের মধ্যে বিল শোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মামলা করা হবে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বকেয়া বিদ্যুৎ বিল শোধ করার জন্য এই নোটিশ দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন স্থাপনায় আট কোটি ২৮ লাখ ২৪ হাজার ১০০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে। এরমধ্যে লেডিস হোস্টেলে এক কোটি ৬০ লাখ ৮৪ হাজার ২৭১ টাকা, ফজলে রাব্বি হলে এক কোটি নয় লাখ ৭১ হাজার ৮৫৪ টাকা হাসপাতাল কম্পাউন্ডে ১৫ লাভ ৪০ হাজার ৬৫৫ টাকা, হাসপাতাল কম্পাউন্ডের অন্য লাইনে এক কোটি ২৬ লাখ ৭৪ হাজার ৪০৭ টাকা, ওটি কমপ্লেক্সে এক কোটি ৪৯ লাখ ৫৭ হাজার ২৩২ টাকা, এক্সটেনশান-২ কম্পাউন্ডে ৮৩ লাখ ১৪০ টাকা এবং বার্ন ইউনিটে এক কোটি ৬৪ লাখ ৫১ হাজার ৪১৪ টাকা বকেয়া আছে।
বকেয়া পরিশোধের নোটিশ বিদ্যুৎ সচিব, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরকেও দেয়া হয়েছে।
কোম্পানির সচিব ও বিশেষ টাস্ট‹ফোর্স প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরী সাক্ষরিত নোটিশে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ে বকেয়া শোধ না করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। সাথে বিদ্যুৎ আইনে মামলা করা হবে।