ঢাকা শহরে ধূলি দূষণমান মাত্রার তিনগুণেরও বেশি: পরিবেশমন্ত্রী
ঢাকা শহরে ধূলি দূষণের পরিমাণ পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ এর মান মাত্রা অপেক্ষা তিনগুণেরও বেশি বলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ঢাকা শহরের বায়ূ দূষণের মাত্রা ও এর উৎস চিহ্নিত করতে সুইডেনের একটি গবেষণা প্রতিষ্ঠানের সহায়তায় পরিবেশ অধিদফতর একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে। এতে দেখা যায়, শুষ্ক মৌসুমে ঢাকা শহরে ধূলি দূষণের মাত্রা অত্যধিক। যা পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭-এর মান মাত্রা অপেক্ষা অনেক বেশি। গবেষণার ফলাফল
অনুযায়ী, ঢাকা শহরের ধূলি দূষণের অন্যতম উৎস হলো ঢাকার পার্শ্ববর্তী বিদ্যমান ইটভাটা (৫৮ শতাংশ), খোলা অবস্থায় নির্মাণ কার্যক্রম পরিচালনা (১৮ শতাংশ) ও যানবাহনের কারণে দূষিত হয় ১০ শতাংশ।