তাপমাত্রা নিয়ন্ত্রণে চুক্তি হওয়া জরুরি: পরিবেশমন্ত্রী
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ফ্রান্সে অনুষ্ঠিতব্য আগামী বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২১) বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে একটি আইনগত বাধ্যবাধকতা চুক্তি সই হওয়া জরুরি।
রোববার সচিবালয়ে ফ্রান্স সরকারের কূটনৈতিক উপদেষ্টা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু রাষ্ট্রদূত ফিলিপ জেলার মন্ত্রীর সঙ্গে দেখা করেন। এসময় তিনি এ কথা বলেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অ্যাবার্ট উপস্থিত ছিলেন।
ফিলিপ জেলার এ সময় ২০১৫ সালের শেষ দিকে ফ্রান্সে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে পরিবেশ ও বনমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। বিশ্বের তাপমাত্রা বাড়ার পরিমাণ দুই ডিগ্রি সেলসিয়াসের নীচে সীমিত রাখার বিষয়ে ফ্রান্স সম্মেলনে একটি আইনগত বাধ্যবাধকতা চুক্তি সই হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ বিষয়ে তিনি বাংলাদেশের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন। ফ্রান্স সম্মেলনে অর্থায়নের বিষয়টিও গুরুত্ব পাবে বলে তিনি মন্তব্য করেন।
এছাড়া প্রতিটি রাষ্ট্র নিজ নিজ দেশে কার্বণ নিঃসরণের মাত্রা সীমিত রাখার বিষয়ে তাদের যুক্তিসংগত প্রতিশ্রুতি পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।